স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২০তম আসরের পর্দা উঠছে ২৩ জুলাই কমনওয়েলথ গেমসের। এবার এ আসর হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে।

প্রায় ৪৯০০ ক্রীড়াবিদ অংশ নিবেন ৭১ জাতির অংশগ্রহনে এ আসরে। ২৩ জুলাই শুরু হয়ে এ আসর শেষ হবে ৩ আগস্ট। এ সময়ের মধ্যে ক্রীড়াবিদরা প্রতিদ্বন্দ্বিতা করবে ১৭টি ডিসিপ্লিনে। থাকবে ২৬১টি পদক। এছাড়া রেকর্ড পরিমান প্যারা-স্পোর্টসের পাঁচটি ইভেন্টেও অংশ নিবেন তারা

অন্যান্য দেশের মতো বাংলাদেশও অংশ নিতে যাচ্ছে কমনওয়েলথ গেমসে। ১০টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৩০জন ক্রীড়াবিদ অংশ নিবেন।

বাংলাদেশ থেকে আটজন শ্যুটিংয়ে, চারজন ভারোত্তলনে, তিনজন করে সাইক্লিংয়ে, টেবিল টেনিস ও বক্সিংয়ে, দু’জন করে দৌড়, ব্যাডমিন্টন, সুইমিং ও কুস্তিতে এবং একজন জিমন্যাস্টিকে অংশ নিবেন।

বাংলাদেশ প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে অংশ নেয় ১৯৭৮ সালের ১১তম কানাডা কমনওয়েলথে। ১৯৮২ ও ১৯৮৬ সালে বাংলাদেশ এতে অংশ নেয়নি। তবে দ্বিতীয়বারের মতো অকল্যান্ডের ১৪তম আসরে অংশ নেয় ১৯৯০ সালে।

এরপর ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০ সালের প্রতিটি আসরে বাংলাদেশ অংশগ্রহন করে। মোট সাতবার অংশ নিয়ে বাংলাদেশ ১৯৯০ সালে ও ২০০২ সালের ম্যানচেস্টারে একটি করে মোট দু’টি স্বর্নপদক লাভ করে। এছাড়া একটি সিলভার ও দু’টি ব্রোঞ্জপদকও লাভ করে বাংলাদেশ।

(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)