রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প-২ এর ৩দিন ব্যাপী ফাউন্ডেশন অন হাইজিন প্রমোশন ক্যাম্পেইন থ্রো এবিসিডিই এপ্রোচ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২জানুয়ারি) রাজারহাট ইঊনিয়ন পরিষদ হলরুমে ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার(ভার্ক) এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিসিডিই এপ্রোচের রংপুর জোনাল অফিসের ফোকাল পারসন সাইফুল ইসলাম, জোনাল কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন, উপজেলা প্রজেক্ট ম্যানেজার আহমেদ ওমর ফারুক ও সাংবাদিক ইমতিয়াজুল ইসলাম লাভলু প্রমুখ।

প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সিডিও মজনুর রহমান। প্রশিক্ষণে ২৪ ইউনিয়ন ফ্যাসিলিটেটর অংশগ্রহণ করেন। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে কিভাবে মানুষকে স্বাস্থ্যবিধির অভ্যাসের পরিবর্তন করা যায় সে কৌশল শিখানো হয়।

(পিএমএস/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)