আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পিতা-মাতা ও স্ত্রী সন্তানদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে নিজের জীবন স্বাভাবিকভাবে গড়তে বরিশাল জেলা পুলিশের সহায়তায় আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে আগৈলঝাড়ায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে তিন মাদক ব্যবসায়ী ।

মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানা চত্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে মাদক ব্যবসায়িদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেনসহ থানার অফিসারগন।

থানায় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়িরা হলেন উপজেলার বুধার গ্রামের অরুন সমদ্দারের ছেলে অপূর্ব সমদ্দার (২৬), পশ্চিম বাকাল গ্রামের মৃত আ. সবুর খানের ছেলে আ. রহিম খান বাচ্চু (৩৬) ও বাকাল গ্রামের মো. রাজে আলী ফকিরের ছেলে মো. জব্বার ফকির (৩৪)। অপূর্বর বিরুদ্ধে ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি (মামলা নং-৯), রহিম খান বাচ্চুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৩ আগষ্ট (মামলা নং-৬) ও জব্বার ফকিরের বিরুদ্ধে ২০১৮ সালের ২ডিসেম্বর (মামলা নং-২) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। এসব মামলায় উল্লেখিতদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্রও দাখিল করেন।

মাদক ব্যবসায়িদের আত্মসমর্পনের পর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার এ প্রতিনিধিকে বলেন সরকার সকলকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন। সমাজে নিজেদের ভাল হবার সিদ্ধান্তের সেই সুযোগ গ্রহন করে মাদক ব্যবসায়িরা স্বাভাবিক জীবন যাপন করতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এটা অবশ্যই আত্মসমর্পনকারী ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রের জন্য ইতিবাচক দিক। তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকলেও আদালতে তারা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থণা করলে আদালত আত্মসমর্পনকারীদের জন্য ইতিবাচক ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে আত্মসমর্পনকারীদের লিগ্যাল এইডের মাধ্যমে আইনী সহায়তা প্রদানের কথাও জানা তিনি। আত্মসমর্পণের চলমান ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

(টিবি/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)