চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বেগনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জরিনা খাতুন সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মরহুম মহর আলীর স্ত্রী।

আহতরা হলেন- নাজমা খাতুন, তার ছেলে নিশান, রহিমা খাতুন ও হাবিবুর।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামন জানান, জরিনা খাতুন সকালে সরোজগঞ্জ বাজারে জাকাতের শাড়ি কিনতে বাড়ি থেকে বের হন। পছন্দমতো শাড়ি না পেয়ে আলমসাধুযোগে বাড়িতে রওনা হন। আলমসাধুটি বেগনগরে পৌঁছলে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে আলমসাধুটি উল্টে খাদে পড়ে যায়। এতে পাঁচজন গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জরিনা খাতুনকে মৃত. বলে ঘোষণা করেন।বাকি আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।

(ওএস/এটিআর/জুলাই ২১, ২০১৪)