মাদারীপুর প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানকে কার্যকর করার লক্ষে এবং শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে পল্লি­বিদ্যুৎএর আলোর ফেরিওয়ালা নামে বিশেষ উদ্যেগ চালু করেছে পল্লী-বিদ্যুৎ সমিতি।

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিভাগদী গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা পল্লি-বিদ্যুৎ সমিতির ডি,জি,এম আক্তার হোসেন। পরে ভ্যানটি দিনব্যাপী এলাকার ১ কি:মি: এলাকায় প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে নতুন অর্ধশতাধীক গ্রাকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করে।

কালকিনি পল্লী-বিদ্যুৎ সমিতির এ,জি,এম সিদ্দিকুর রহমান জানান, এ ভ্যান গাড়িতে প্রয়োজনীয় মালামাল, মিটার এবং লাইনম্যানসহ বাড়ি বাড়ি গিয়ে ৪৫০ টাকা বিনিময়ে স্পট মিটারিং করে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।

কালকিনি পল্লী-বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক এনামুল হক বেপারী জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় আলোর ফেরিওয়ালা ভ্যান গাড়ি চালু করা হবে। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন এবং পল্লি-বিদ্যুৎ দালাল মুক্ত হবে।

আলোর ফেরিওয়ালার মাধ্যমে কালকিনি বিদ্যুৎ সমিতির সংযোগ পাওয়া গ্রাহক দেলোয়ার হোসেন জানান, পল্লী-বিদ্যুৎ এর আলোর ফেরিওয়ালা নামে এ উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। আজকে আলোর ফেরিওয়ালা আমাদের বাড়িতে এসে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়েছে, আমার কাছে বিষয়টি অভাবনীয়। আজ সেই বিদ্যুৎ মাত্র ৪৫০ টাকায় পেয়েছি এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

(এমআরএস/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)