মংলা প্রতিনিধি : ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি পিচ জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) আওতাধীন রুপসা ষ্টেশনের সদস্যরা রবিবার রাতে খুলনার রুপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ২শ ২৮ পিচ শাড়ি ও ৫৫ পিচ থ্রিপিচ জব্দ করেছে।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে পাচারকারীদের সনাক্ত করতে কোস্ট গার্ডের গোয়েন্দা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে জানায় কোস্ট গার্ড। জব্দকৃত কাপড় খুলনাস্থ মংলা কাস্টমন হাউসে হস্তান্তর করা হবে বলেও জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের ষ্টাফ অফিসার (অপারেশন্স) এম, আলাউদ্দিন নয়ন। চোরাচালানরোধে কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(এএইচ/জেএ/জুলাই ২১, ২০১৪)