সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কোমলমতি শিশুদের সুস্থ্য দেহ মন গঠনে ও মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত অপরিহার্য বলে মন্তব্য করেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। 

তিনি বলেন, নিজের সন্তানের মতো করে শিশুদেরকে যত্ন সহকারে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শেখাতে হবে। খেলাধুলার মাধ্যমে জাতীয় চরিত্র গড়ে ওঠে। মঙ্গলবার কেন্দুয়া উপজেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকির আলম সহ অন্যান্যরা।

(এসবি/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)