স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাচ্চাদের কাছে যেমন তাদের খেলনা প্রিয়। বাচ্চারাও চায় তার খেলনাটি অন্য বাচ্চার থেকে সুন্দর হোক। তেমনই প্রতিটি মানুষের নিজস্ব ভাললাগা থাকে।

ইন্ডিয়ান ক্রিকেটারদের ঠিক এরকমই প্রিয় বস্তু নিয়ে মাততে দেখা যায়। তবে, বাচ্চাদের মতো খেলনা নিয়ে নয়, গাড়ি নিয়ে। এসব গাড়ির জন্য তাদের গুনতে হয়েছে বিশাল অঙ্কের অর্থ। তাতে কি? প্রিয় বস্তুটিকে নিজের করে কাছে রাখতে কে না চায়। আসুন পরিচিত হই ভারতীয় ক্রিকেটারদের লাক্সারিয়াস সব গাড়ির সঙ্গে...

১। মহেন্দ্র সিং ধোনি তার হ্যামারের পাশে



২। সৌরভ গাঙ্গুলির মার্সিডিজ বেঞ্জ সিএলকে



৩। শচিন টেন্ডুলকার তার ফেরারি নিয়ে



৪। হারবাজান সিং তার হ্যামারের পাশে



৫। বিরেন্দ্রর শেবাগের বেন্টলি কন্টিনেন্টাল



৬। সুরেশ রায়নার হলুদ পোরশে



৭। বিরাট কোহলি তার অডি আর এইট নিয়ে




(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)