বিনোদন ডেস্ক : শুধুমাত্র সমালোচকরাই নন সিনেমাটি নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে দর্শকদের মুখে মুখে কেবলমাত্র ব্যাঙ্গাত্বক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও সিনেমাটি আহামরি সাফল্য লাভ করতে পারেনি।

মিডিয়ার ক্রমাগত প্রশ্নে শেষ পর্যন্ত পরিচালক ভাইকে উদ্ধার করতে এগিয়ে আসে দিদি ফারহা খান। তবে, পরিচালক সাজিদ খান এ নিয়ে খুব বেশি চিন্তিত নন।

কিন্তু এবার মিডিয়ার সম্মুখে ‘হামসকলশ’ সিনেমায় কাজ করা ভুল সিদ্ধান্ত তা বলতে শুরু করেছেন খোদ নায়ক নায়িকারা।

‘হামসকলশ’ ছবিটির প্রধান নায়ক সাইফ আলি খান একটি বিশেষ সাক্ষাতকারে রীতিমত ক্ষোভ প্রকাশ করে জানান, এ সিনেমাটিতে কাজ করা তার একটি ভুল সিদ্ধান্ত।

‘এ ছবিটির সে ভাবে কোনও চিত্রনাট্যই ছিল না, সাজিদ আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। কিন্তু এ সিনেমার হিউমারের ধরন আমি নিজেই পছন্দ করিনি এবং এ সিনেমায় আমি যা নই তা হওয়ার চেষ্টা করেছি। তাই দর্শকরা পছন্দ করেননি।’ সাক্ষাতকারে নবাব খান এমনটাই বলেন।

সাইফ জানান, তিনি এ সিনেমাটি নিয়ে আর একটুও ভাবতে চান না বরং আসন্ন সিনেমা ‘হ্যাপি এন্ডিং’ এর কাজে মন দিতে চান।

সিনেমার এক অভিনেত্রী ইশা গুপ্তা নিজের পরিবারকে ‘হামসকলশ’ দেখতে মানা করে দিয়েছেন কারণ তারা এ ধরনের হিউমার বুঝতে পারবেন না। তবে, সিনেমার বাকি দুই অভিনেতা রীতেশ দেশমুখ ও রাম কাপুর এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি।

(ওএস/এটিআর/জুলাই ২১, ২০১৪)