সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের দিগদাইর আরামবাগ মহল্লার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞ উৎসব বুধবার সকাল থেকে শুরু হয়েছে।

১২ তম এ নামযজ্ঞ উৎসবের অধিবাস কির্তন পরিবেশন করেন, কিশোরগঞ্জের ক্ষেত্র মোহন পাল।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি সন্তোষ চন্দ্র পন্ডিত ও সাধারন সম্পাদক স্বপন চন্দ্র পাল জানান, নামযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের কির্তনীয়া দল নাম সুধা পরিবেশন করবেন। কেন্দুয়া উপজেলা সহ আশে পাশের উপজেলার ভক্তগণও দর্শক শ্রোতা হিসেবে নর নারী অংশ গ্রহণ করবেন। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় মঙ্গলবার রাতে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিতরণ করা হবে মহা প্রসাদ। শনিবার সকালে মোহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে। উল্লেখ্য আরামবাগ মহল্লার প্রয়াত ক্ষিতিশ চন্দ্র দেবনাথ তার জীবদ্দশায় এই মন্দিরের জন্য কিছু ভূমি দান করে গেছেন।

(এসবি/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)