সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ আসনের (আটপাড়া- কেন্দুয়া) নির্বাচনি এলাকার সবকিছুই নতুন সাজাতে চান এই আসনের নব নির্বাচিত এম.পি বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

তিনি এম.পি হিসেবে শপথ নেয়ার পর দুই উপজেলার জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার আটপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলায় যারা কর্তব্যে অপহেলা ও অনিয়ম দূর্ণীতি করার চেষ্টা করবেন, তাদের সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবে না।

আমি শাসক নই, সকলকে সহযোগিতা করতেই এখানে এসেছি। এর আগে তিনি সকাল ৮ টায় কেন্দুয়া উপজেলা হাসপাতালে যান, সেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে উপস্থিত আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. রজত কান্তি সরকারকে বলেন, আমি শাসন করতে আসিনি, এসেছি আপনাদের সহযোগিতা করতে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ভালোভাবে সঠিক সময়ে কর্মস্থলে থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরষ্কৃতি করা হবে। যার যে দায়িত্ব প্রত্যেকেই তার সেই দায়িত্ব পালনের চেষ্টা করবেন এর বাইরে কেউ চলবেন না। অসীম কুমার উকিল শেখ হাসিনার নেতৃত্বে মাদক, জুয়া ও দূর্ণীতি ও জঙ্গি মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আপোষহীন ভাবে চলবেন।

(এসবি/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)