স্টাফ রিপোর্টার : নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের ২৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ জানুয়ারি) দুদকের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মুনীর চৌধুরীর পাঠানো চিঠিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, ক্ষমতালিপ্সু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সমীচীন হবে বলে মনে করে কমিশন।

একই সঙ্গে দুর্নীতিতে জড়িত ওই ২৩ কর্মকর্তা-কর্মচারীর নামও সংযুক্ত করে দিয়েছে দুদক।

(ওএস/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)