অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটায় এবার উপজেলা পরিষদের চেয়ার অলংকৃত করতে মরিয়া হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতে উপজেলা নির্বাচনের বার্তাটি হঠাৎ-ই  বদলে দিয়েছে এই জনপদের রাজনৈতিক দৃশ্যপট। প্রতিক্ষন সোস্যাল মিডিয়ায় পছন্দের প্রিয় মানুষটির ছবি পোষ্ট করছেন নৌকার সমর্থকরা। চলছে সারা উপজেলা জুড়ে পোষ্টারিং। আ.লীগ নির্বচনী মাঠে সরব হলেও বিএনপির স্থনীয় নীতি-নির্ধারকেরা তাকিয়ে আছে কেন্দ্রের নির্দেশনার দিকে।

শহীদ বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের সন্তান রফিকুল ইসলাম রিপন এখানকার উপজেলা চেয়ারম্যান। তিনি শেখ হাসিনার দলিয় আশির্বাদ নিয়ে গত নির্বাচনে বিএনপির হাবিবুর রহমানকে হারিয়ে নৌকার সম্মান রক্ষা করতে সক্ষম হন। এবারের নির্বাচনেও তিনি চাচ্ছেন নৌকা প্রতিক। পাশাপাশি গত নির্বাচনে মনোনয়নযুদ্ধে হেরে যাওয়া উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তফা গোলাম কবিরও ফের চাইছেন নৌকার টিকিট।

ইতিমধ্যে সোস্যাল মিডিয়াতে তিনি স্ট্যাটাস দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা সহ ব্যানার/ফেষ্টুন দিয়ে সকলের সহযোগীতা প্রার্থনা করছেন। নৌকার মনোনয়ন পেতে পোষ্টার/ফেষ্টুন দিয়ে আশির্বাদ চেয়েছেন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লেিগর সাংগঠনিক সম্পাদক তরুণ রাজনীতিবিদ এড.আবদুর রহমান জুয়েল। পোষ্টার দিয়ে আরও আশির্বাদ চেয়েছেন কালমেঘার বর্তমান ইউপি চেয়ারম্যান আকন মো: সহিদ।

কানাঘুষা চলছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক ১নং যুগ্ম সাধারন সম্পাদক ও আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য তরুণ নেতা পাথরঘাটার কালমেঘার সন্তান আসাদুজ্জআমান নাদিমকে নিয়েও । মিঃ নাদিম বলেন,মানুষের কল্যাণের জন্য বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি।জনগন চাইলে থাকব তাঁদের পাশে। তিনি আরও বলেন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

আমার এলাকার উন্নয়নে কাজ করতে চাই।আরও আলোচনায় রয়েছেন বরগুনা জেলা জজ আদালতের সরকারি এ্যাডভোকেট (জিপি)বিশিষ্ট আইনজীবী এড.মজিবর রহমানও নৌকার টিকিট চাইবেন বলে জানাগেছে। ইতিমধ্যে তিনিও পোষ্টার দিয়ে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন।আরও নতুন মুখ হিসাবে আলোচনায় রয়েছে পাথরঘাটা পৌরপরিষদের ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেলের নাম। তরুণ এই জনপ্রতিনিধি বেশ আগে থেকেই ব্যানার/ফেষ্টুন পোষ্টার দিয়ে পাথরঘাটা উপজেলাবাসীর আশির্বাদ চেয়েছেন।

বিএনপি যেহেতু নির্বাচনে আসবে কি আসবে না এমন ধারনা দেশের রাজনৈতিক অঙ্গনে।সেকারনে আপাতত তাদের কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছেনা ভোটের মাঠে। তবে সকলের-ই ধারনা বিএনপি নির্বাচনে অবতীর্ন হলে কাঠালতলীর বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকেই করা হতে পারে ধানেরশীষের প্রার্থী।

সবশেষে এবিষয়টি স্পষ্ট যে,বিএনপি নির্বাচনে নাএলে আ.লীগের প্রার্থীদের মধ্যেই শুরু হবে তীব্র প্রতিদন্ধীতা। সেক্ষেত্রে কে পাবেন নৌকার বৈঠা আর কে থাকবেন না পাওয়ার ব্যথা বুকে নিয়ে তিরে দাড়িয়ে সেটুকুই দেখতে অপেক্ষা করছে পাথরঘাটার সর্বসাধারণ।

(এটি/এসপি/জানুয়ারি ২৪, ২০১৯)