নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক মাহীসন্তোষের প্রখ্যাত শিক্ষাবিদ হযরত তর্কী উদ্দীন আল আরাবী শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু।

উপজেলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ইমেরিটাস একেএম ইয়াকুব আলী, ড.নুরল আমিন, ড.কাজী মোস্তাফিজুর রহমান, প্রফেসর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রফেসর রেজাউল করিম, ইতিহাসবিদ মাহবুব সিদ্দিক, ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলদার হোসেন, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহবুব উর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী অধ্যাপক আনম আফজাল হোসেন।

(বিএম/এসপি/জানুয়ারি ২৪, ২০১৯)