অমল তালুকদার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটার দঃজ্ঞানপাড়া  ও হোগলাপাশা গ্রামের বিদ্যুৎ লাইনের উদ্ধোধন হলো হয়েছে শুক্রবার।

বরগুনা- ঝালকাঠী সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুইজটিপে ওই বিদ্যুৎলাইনটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা মহিলা আ. লীগের সাধারন সম্পাদক শামিমা আক্তার শিল্পি,উপজেলা আ. লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা গোলাম কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন,বাংলাদেশের কোনো গ্রাম আর বিদ্যুৎবিহিন থাকবে না। শেখহাসিনা বেঁচে থাকলে আপনারা আরও অনেক স্থাপনা,কল- কারখানায় উৎপাদন - উন্নয়ন দেখতে পাবেন। আমরা আর পিছিয়ে থাকব না।আমাদের এই অঞ্চলেই স্থাপিত হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। মানুষ আর নাখেয়ে মরবে না। বেকারত্ব দুর হয়েছে ইতিমধ্যেই। আপনারা প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন।

উল্লেখ্য,সারাদেশে যখন সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন যুদ্ধ চলছে; সংসদ সদস্য হতে জোড় তদ্বির- লবিং চালাচ্ছেন নেত্রীরা,ঠিক সে সময়টিতে এলাকার গণমানুষের কাজে ব্যস্ত সাংসদ নাসিমা ফেরদৌসি। নিজের জন্য নয় দোয়া চাইছেন শেখ হাসিনার জন্য।

(এটি/এসপি/জানুয়ারি ২৫, ২০১৯)