বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পুনরায় মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হয়েছেন। আগামী দু-বছর সমিতিতে নেতৃত্ব দেবেন তারা।

শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।এবার ভোটার ছিলেন ৩৬২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। বাতিল হয়েছে ২৩টি ভোট। মোট বৈধ ভোট গণনা হয়েছে ৩০২টি।

এদের মধ্যে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৮৩ ভোট , মহাসচিব-বদিউল আলম খোকন ১৫৭ ভোট, সহ-সভাপতি- মনতাজুর রহমান আকবর ১৬১ ভোট, উপ-মহাসচিব পদে শাহীন সুমন ১৪৫ ভোট, কোষাধ্যক্ষ মো. সালাহ্উদ্দিন ১৫০ ভোট, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা ১৪১ ভোট, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মোস্তাফিজুর রহমান মানিক ২৩০ ভোট, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল ২০০ ভোট, প্রচার, প্রকাশনা ও দফতর সচিব মো. আনোয়ার সিরাজী ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে ছটকু আহমেদ পেয়েছেন ২১৪ ভোট, কমল সরকার ১৪১ ভোট, সোহানুর রহমান সোহান ২৪৪ ভোট, মোস্তাফিজুর রহমান বাবু ১৮১ ভোট, এম এ আওয়াল ১৭৭ ভোট, আবদুস সামাদ খোকন ১৮১ভোট, সাঈদুর রহমান সাঈদ ১৪২ ভোট, নূর মোহাম্মদ মনি ১৯৭ ভোট, আবুল খায়ের বুলবুল ১৭১ ভোট, ইলিয়াস ভূঁইয়া ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) পরিচালক সমিতি কার্যালয়ে শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। সন্ধ্যা ছয়টার পর ভোট গণনা শুরু হয়। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন আবদুল লতিফ বাচ্চু, আর দুই সহকারী কমিশনার হিসেবে শফিকুর রহমান ও ডি এইচ নিশানের নেতৃত্বে চলছে ভোট গণনার কাজ।

নির্বাচনে গুলজার-খোকন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৯ পদে লড়ছেন ৪২ জন প্রার্থী দুটি প্যানেলের মধ্যে একটি ছিল মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল, অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করেন সাফি উদ্দিন সাফি।

সর্বশেষ (২০১৭-২০১৮) নির্বাচনে গুলজার-খোকন নির্বাচিত হয়ে এখন অবধি দায়িত্ব পালন করছেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৬, ২০১৯)