নিউজ ডেস্ক : ‘গার্ল সামিটে’ যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ও বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি।

৩দিনের যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, ডিএফআইডি’র পরিচালক অ্যান্থনি স্মিথ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক।

লন্ডনে পৌঁছে বিমানবন্দরের ওয়েটিংরুমে কিছুক্ষণ অবস্থান করে সোয়া চারটায় হোটেলের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। লন্ডনে প্রধানমন্ত্রী হোটেল হিলটনে অবস্থান করবেন।

এর আগে সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকা ছাড়ে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট (বিজি-০০০৫)।

(ওএস/অ/জুলাই ২১, ২০১৪)