সাতক্ষীরা প্রতিনিধি : খুন, গুম, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঈদের পরে এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিবে বিএনপি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে সে আন্দোলনে অংশ গ্রহনের জন্য আহবান জানান।

তিনি বলেন, পুলিশ ও সন্ত্রাসীর নির্যাতনের বিপ্লবের মৃত্যু হয়েছে। বিপ্লবের মৃত্যুতে যারা দায়ী ও পরিকল্পনা কারী তাদের বিচার দাবী করেন তিনি। তিনি বলেন, আসামীদের এই জমিনে একদিন বিচার হবে। বিপ্লবের ভিতর যে আত্মা ছিল সে আত্মাকে ভর করে তালা উপজেলার বিএনপি একদিন শক্তিশালী হবে।

সোমবার সন্ধ্যায় তালা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যেগে তালা শিল্পকলা একাডেমীতে ইফতার পূর্বে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেবিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক তালা কলারোয়ার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা বিএনপির নেতা মাসুম বিল্লাহ শাহিন, তালা উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী প্রভাষক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদুল হক রাজু, যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, চেয়ারম্যান এস.এম লিয়াকাত হোসেন, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, বিএনপির নেতা সোহরাব হোসেন, আবুল কালাম বিশ্বাস, আমিনুর ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আব্দুল হামিদ, কৃষক দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান প্রমুখ।
আলোচনার শেষে ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তোহিদুল ইসলাম।

(আরকে/অ/জুলাই ২১, ২০১৪)