সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে পুলিশের সেবা সপ্তাহ শুরু হয়েছে। 

রবিবার সকাল ১১টায় সিরাজদিখান থানা চত্বরে পুলিশের সেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম।

সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আসাদুজ্জামান, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার , ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গাজী,মোঃ আশ্রাফ আলী, ইকবাল হোসেন ও নজরুল ইসলাম,সাংবাদিক সুব্রত দাস রনক প্রমুখ ।

অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম তার বক্তব্যে বলেন, "পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

(এসআরডি/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)