বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট এম এল কলেজিয়েট স্কুল ৮ উইকেটে দশানি যদুনাথ কলেজিয়েট স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় যদুনাথ স্কুল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে। বাগেরহাট এম এল কলেজিয়েট স্কুলের রাকিব ২টি আকাশ ১টি উপকেট নেয়। দ্বিতীয়ার্ধে বাগেরহাট এম এল কলেজিয়েট স্কুল খেলতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১২ ওভার ৪ বলে ৭৮ রান করে জয়ী হয়। 

বিকালে খেলা শেষে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুকের সভাপতিত্ব সমাপনি অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ ও সবোচ্চ উইকেট সংগ্রহের পুরস্কার লাভ করেছে বাগেরহাট এম এল কলেজিয়েট স্কুলের রাকিব (৪ খেলায় ১১ উইকেট )। সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরস্কার পেয়েছে যদুনাথ স্কুল এন্ড কলেজের সিয়াম (৪ খেলায় ২৫১ রান)। টূর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজের জাহিদুল। সে চার খেলায় ১০৪ রান ও ৮টি উইকেট লাভ করে। খেলা পরিচালনা করেন আম্পায়ার শওকত আলী বাবু ও মো. আজিম হাওলাদার। প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বাগেরহাট জেলা পর্যায়ের এই খেলায় বাগেরহাট জেলার বাছাইকৃত ৮টি স্কুল দল অংশ গ্রহন করে।

(এসএকে/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)