রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : চার দফা দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন ও মানবন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক ঐক্য পরিষদ। রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষ করে প্রেসক্লাবের নিচে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শুকুর মাহমুদ, সাদারণ সম্পাদক ডা. মারুফ তরফদার, সাংগঠনিজক সম্পাদক ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই সাংবাদিকদের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট আমাদের দাবি গুলো তুলে ধরতে চাই। দাবিগুলো মানা না হলে পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।

দাবি সমূহ হচ্ছে, ডিপ্লোমা চিকিৎসকদের উচ্চ শিক্ষা গ্রহণের ব্যবস্থা, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ডিপ্লোমা চিকিৎসক নিয়োগ প্রদান ও বিএমডিসি রেজিষ্ট্রেশনের সুযোগ।

(আরকেপি/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)