রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যেই দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা শুরু করেছেন গনসংযোগ, উঠান বৈঠক, সভা, সমাবেশসহ নানা কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রাণীনগর উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ থেকে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী প্রার্থী উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন গনসংযোগ করেছেন। এ সময় ভোটারদের কাছে থেকে তিনি চাইছেন দোয়া আশীর্বাদ।

গনসংযোগের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন, সহ-সভাপতি মো: আখেরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত মো: শহিদুল ইসলাম ফটিক, সহ-সভাপতি মো: আজিজার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন কবিরাজ। এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসপি/জানুয়ারি ২৮, ২০১৯)