স্টাফ রিপোর্টার: জাতীয় হকি দলের সাবেক কোচ মালয়েশিয়ার ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি তার দেশের ঘরোয়া হকি লিগে খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি ও আহমেদ হোসেন সিটুলকে। ১১ জানুয়ারি শুরু হওয়া লিগের মারা ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্লাবের জার্সি গায়ে খেলার কথা রয়েছে দেশের অন্যতম এই দুই খেলোয়াড়ের।

কিন্তু এখনো কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় মালয়েশিয়া যেতে পারছেন না এই দুই খেলোয়াড়। দু’জনই বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়। মালয়েশিয়ার ঘরোয়া হকি খেলার জন্য তাদের নিজ সংস্থার অনুমোদন পেয়েছেন জিমি ও সিটুল। তবে এখন তাদের আরেকটি অনুমতির প্রয়োজন। ‘আমরা সশস্ত্র বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অনুমতি পেলেই মালয়েশিয়া যেতে পারবো’-বলেছেন রাসেল মাহমুদ জিমি।

জিমি ও সিটুলকে গোবিনাথন সেখানে দুই মাসের অনুশীলনের জন্য নিয়ে যাওয়ার কথা। বিশেষ এ অনুশীলন চলবে মার্চ মাস পর্যন্ত। লিগটা শেষ হবে ২ মার্চ। অনুশীলনের পাশাপাশি মালয়েশিয়ান লিগে খেলার সুযোগটা বাড়তি পাওয়া হবে দেশসেরা ফরোয়ার্ড জিমি ও গত এশিয়া কাপে বাংলাদেশের সেরা খেলোয়াড় সিটুলের।

(ওএস/পিএস/ফেব্রুয়ারি ০১, ২০১৮)