রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জমি সংক্রান্ত কোন্দলের জের ধরে প্রতিপক্ষরা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামের বকসী পাড়ার মোহাম্মদ আলীর সাথে একই ইউনিয়নের ছোট মহিষমুড়ি গ্রামের মতিয়ার রহমানের জমি নিয়ে কোন্দল চলছিল। এরই সুত্র ধরে গত ৩ফেব্রুয়ারী রবিবার সকালে উমরমজিদ ইউনিয়ন পরিষদের পাশে উভয় দলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে মতিয়ার ও তার লোকজন মোহাম্মদ আলী বকসীর পুত্র আব্দুল হাদি (১৫) ও আবু বক্কর বকসীর পুত্র পাপ্পু(১৫)কে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে এলাকাবাসীরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। গত ৪ ফেব্রুয়ারি সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাদি মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে রাজারহাট থানায় হত্যাকান্ডের শিকার আব্দুল হাদির পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

(পিএমএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)