চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী মোড় এলাকা থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কোরআনে হাফেজকে আটক করেছে পুলিশ।

আটককৃত হাফেজের নাম আব্দুল মান্নান (৩৫)। সে নরসিংদী জেলার সদর উপজেলার কাঠালিয়া উত্তরপাড়া মোল্লাবাড়ির মৃত অহিদ আলীর ছেলে বলে পুলিশ জানায়।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটের সময় কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকলবাহা চৌমুহনী হতে তাকে আটক করে দেহ তল্লাশি করলে সুকৌশলে লুকিয়ে রাখা তার পরিহিত কালো রংয়ের সোয়েটারের পকেট থেকে ৫৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি কোরআনে হাফেজ হলেও ইয়াবা চালানের সাথে জড়িত। ওসির নির্দেশে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হবে।'

কর্ণফুলী থানার ওসি তদন্ত ইমাম হাসান জানান, তিনি একজন পবিত্র কোরআনে হাফেজ। তার কাছ থেকে ৫৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত এক সপ্তাহে প্রথমে সাপুড়ে তারপর মসজিদের ইমাম, এরপর ৭২ বছরের বয়স্ক লোক শেষে নবজাতক শিশুর মা, তারপর কিশোর থেকে কোরানে হাফেজ। এরা বিভিন্ন উপায় অবলম্বন করে ইয়াবা আনছে।’

(জেজে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)