স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা পৌনে ৩টা দিকে দেওয়ান পরিবহনের চালক ও হেলপারের বিচারের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, কয়েকজন বিচারের দাবিতে ব্যানার নিয়ে ভাটারার কোককোলা বাস স্ট্যান্ডের সামনে অবস্থান নিয়েছে। ভাটারা থানার ওসি এসএম কারমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। তবে এখনও তারা সেখানে অবস্থান করছেন।

এর আগে সোমবার রাতে দেওয়ানের ধাক্কায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজনের মৃত্যু হয়। তারা হলেন- নৈশপ্রহরী কবির হোসেন (৪৫) ও চা দোকানদার শাহীন (৪২)।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, চায়ের দোকানে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রাজধানীর উত্তরায় এক স্কুলছাত্রী ও মালিবাগে অজ্ঞাত নারী নিহত হয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)