চুয়াডাঙ্গা প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (ফেব্রুয়ারি ৫) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর। ওরিয়েন্টেশনে জানানো হয় আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর চুয়াডাঙ্গা জেলায় এক লাখ ৩৫ হাজার ৭৭৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সার্ভিলেন্স ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ সাজিদ ইমাম।

(টিটি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)