বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কালির খাল এলাকা থেকে দুইটি হরিণের মাথাসহ চামড়া ও ১০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত চামড়া, মাথা ও মাংস মঙ্গলবার সকালে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের কালির খাল এলাকায় একদল চোরা শিকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কৈখালী ষ্টেশনের সদস্যরা সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা সুন্দবনের গহীনে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ২টি হরিণের চামড়া, ২টি মাথা ও ১০ কেজি মাংস উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া চামড়া, মাথা ও মাংস সকালে কৈখালী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)