সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একই পদে আবারো নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন। 

সোমবার দুপুরে উপজেলা পরিষদে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাহানারা রোজি বলেন, গত ৫ বছর দায়িত্বে ছিলাম তখন সাধ্যমতো উন্নয়ন করেছি। বিশেষ করে নারী ফোরামের ২ লাখ টাকা বাল্য বিয়ের একটি প্রকল্পের জন্য সহায়তা করেছি। এর প্রেক্ষিতে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে। এবার আবারো মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হব। সে ক্ষেত্রে জনগণ যদি আমাকে ভোট দেয় এবং তাদের ভোটে এবার আমি নির্বাচিত হলে মাদক ও দূর্নীতিমুক্ত সুন্দর কেন্দুয়া গড়ার ক্ষেত্রে আত্মনিয়োগ করব। এ ক্ষেত্রে তিনি সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দুয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)