স্টাফ রিপোর্টার : সপ্তাহখানেক বাদে মাঠে গড়াতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের উদ্দেশ্যে আজ (বুধবার) দেশ ছেড়েছেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানসহ ৮ ক্রিকেটার। তাদের সঙ্গী হয়েছে ট্যুর ম্যানেজার খালেদ মাসুদ পাইলট এবং হেড কোচ স্টিভ রোডসও।

জাতীয় নির্বাচনের কারণে বিপিএল পেছানোর পরপরই বোঝা গিয়েছিল নিউজিল্যান্ড সফরটা বেশ ব্যস্ততার মধ্যেই শুরু করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। পরিবর্তিত সূচিতে ৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পর মাঝে মাত্র ৪ দিন বিরতি দিয়েই নামতে হবে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে খেলতে।

এই চারদিনের মধ্যেই কোনোরকম বিশ্রাম ছাড়া উড়াল দিতে হবে নিউজিল্যান্ডে, সেখানে গিয়ে ১০ ফেব্রুয়ারি খেলতে হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। পরে ১৩ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ।

এমন ব্যস্ততার কথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক করে রেখেছিল বিপিএলের প্রথম পর্বে বাদ যাওয়া তিন দল এবং পরে এলিমিনেটর রাউন্ড থেকে বিদায় নেয়া দলসহ মোট ৪ দলের ক্রিকেটারকে আগেভাগেই পাঠিয়ে দেবে নিউজিল্যান্ডে।

যেই ভাবা সেই কাজ। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই বিপিএল থেকে বাদ পড়ে যাওয়া চার দলের মধ্য থেকে নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার এবং নাঈম হাসানকে নিয়ে আজ দুপুরে প্রথম বহর উড়াল দিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে।

বেলা সাড়ে বারোটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে যাত্রা শুরু করেছেন তারা। এছাড়া ওয়ানডে স্কোয়াডের বাকি সাত সদস্য এখনো টিকে রয়েছেন বিপিএলে। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস থেকে সমান দুইজন করে এবং রংপুর রাইডার্স থেকে তিনজন রয়েছেন নিউজিল্যান্ডের জন্য ঘোষিত স্কোয়াডে।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সহ অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ সাঈফউদ্দীনরা নিউজিল্যান্ডগামী বিমানে চেপে বসবেন আগামী ৯ ফেব্রুয়ারি তারিখে।

১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)