মাঝি

আমার গায়ের সন্ধ্যা নদী
গ্ৰামের ওই পারে
আমরা সবাই ঘুরে বেড়াই
নদীটির ওই ধারে
নদীর পারে বাঁধা আছ
ডিঙি নৌকা সারে সারে।

রাখাল,কৃষক পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে
মাঝি তখন খেয়া তরী
ঘাটে বেঁধে রাখে
হঠাৎ করেই দিনমজুর
পার হয় খেয়া দিয়ে।

সন্ধ্যে হলে ওপাড় থেকে
সবাই আসে ঘাটে
মাঝি তখন খেয়া নিয়ে
অপেক্ষাতে থাকে
সন্ধ্যা নদীর পারে তখন
আলো খেলা করে।

আমার দেশের মাঝিরা
সত্যিই দেশের গৌরব
ছোট্ট জেলে বড় হয়ে
হবে ঘাটের মাঝি
তাইতো ছোট্ট থাকে বসে
সন্ধ্যা নদীর ঘাটে।

মা

যার গর্ভে ছিলাম শুয়ে
দেখতে পৃথিবীর আলো
মা জননী চোখের মনি
ভূবন জুড়ায় সুখে।
-
দুখিনী মায়ের মুখের ছবি
সন্তানের জন্য প্রিয়
জনম দুখি মায়ের কথা
জীবন সুখের আলো।
-
আমরা মানব সৃষ্টির সেরা
সৃষ্টি জগতের আলো
মহান আল্লাহর পরেই জানি
মায়ের কদর ভালো।
-
সকল কিছুর পরেও মা
চেয়ে থাকেন সন্তানের পানে
শত কষ্ট সয্য করেও
সন্তানের দোয়া করেন।
-
আল্লাহ তুমি সকল মায়েদের
সকল পাপ ক্ষমা করে দিউ
তুমি মহান তুমিই শ্রেষ্ঠ
তোমার পরেই মা থাকেন।