নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরের টিকদান (এমডিভি) কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মাদ নুর আলম দীন।

নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ৩টি করে টিম (প্রতিটি টিমে ৪জন করে) মোট ২৪টি টিমে আগামী ৯ ফেব্রয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

জেলার আত্রাই, সাপাহার, মান্দা ও পতœীতলা উপজেলাসহ সকল উপজেলায় অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)