নওগাঁ প্রতিনিধি : শস্যভান্ডার খ্যাত উত্তরের নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। এলাকার কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী । অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে কৃষকরা ধারণা করছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরো ৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হবে। এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছে। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে।

উপজেলার ভবানীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফি উদ্দিন আহম্মেদ জনান, এবার গত বছরের তুলনায় আত্রাইয়ে ভুট্টার আবাদ বেশি হয়েছে। আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে। এক্ষেত্রে আমরা নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়ে আসছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কে এম কাউছার হোসেন জানান, সকল প্রকার ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। যাতে করে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ, সার ও তেলের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। এবার ভুট্টার আবাদ ভাল হয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)