মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বুধবার সন্ধ্যায় বাল্য বিয়ে বন্ধ হয়েছে। 

স্থানীয়, পারিবারিক ও মহিলা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে তালেব খানের মেয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাছিমা আক্তারের সাথে শিবচর উপজেলার বাশকান্দি গ্রামের এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়। বিয়ের সব আয়োজনও শেষ হয়। বুধবার আনুষ্ঠানিকতার খবর পেয়ে মাদারীপুর জেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণার হস্তক্ষেপে সন্ধ্যায় বিয়ে বন্ধ হয়।

মাদারীপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গিয়াস উদ্দিন মেয়ের বাবা তালেব খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দেন। এছাড়াও ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর নেয়া হয়।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)