সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভায় সভাতির বক্তব্যে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি রাষ্ট্রীয় ভাষা হিসেবে। এই ভাষার মর্যাদা সমুন্নত রাখতে সমাজের সর্বস্তরে সকলকে শুদ্ধ বাংলা ভাষার চর্চা করতে হবে। 

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সূত্র ধরেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে মুুক্তিযুদ্ধের প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও মুুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বেশি বেশি করে জানাতে হবে। জাগ্রত করতে হবে তাদের সকলকে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় তিনি সকলকে যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে শহীদ দিবসে উপজেলা প্রশাসনের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ সহ স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালনের আহ্বান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, কেন্দুয়া কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক মো: মহিউদ্দিন সরকার, অবসর প্রাপ্ত শিক্ষক নূরুন্নবি ভূঞা বকুল, কেন্দুয়া ঝংকার শিল্পিগোষ্টির সভাপতি গীতিকার মো: ফজলুর রহমান ও জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন চন্দ্র ভদ্র। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)