স্টাফ রিপোর্টার : ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানের শুরুতে প্রায় ৫০টির বেশি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে কামরাঙ্গীরচরের লোহারপুল ও লালবাগের কামালবাগ এলাকায় এ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে বিকেল ৫টা পর্যন্ত। অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে চলমান এ অভিযান আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকায় ২১১টি এবং তার আগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নবাবচর এলাকায় ২৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। অভিযানের প্রথম দফায় গত ২৯ জানুয়ারি থেকে তিনদিনে ৪৪৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, উচ্ছেদের পর আমরা সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে দেব। ভেতরে গাছ লাগিয়ে দেব যেন কেউ পুনরায় দখল করতে না পারে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)