সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে কেন্দুয়া উপজেলার সদর সহ ১৩টি ইউনিয়নে ৪২ হাজার ১৮৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৯ ফেব্রুয়রি সকাল থেকে সারাদিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের অবহিত করণ সভার উদ্বোধন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রজত কান্তি সরকার। ৬ মাস বয়স থেকে ৫৯ মাস শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজন এ অবহিত করণ এ সভায় সভাপতিত্ব করেন ডা. রজত কান্তি সরকার।

তিনি তার বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সমাজের সকলকে এ কর্মসূচিতে সহায়তার আহ্বান জানান।

এছাড়া পরিসংখ্যানবিদ এ.এস.এম আব্দুল বাসেত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফজলুর রহমান, কান্দিউড়া ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার, মাসকা ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান খুকুমনি, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুস সালাম, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকার ও কেন্দুয়া থানা পুলিশের এস.আই আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় বলা হয় আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। এ জন্যে এই শিশুদের জন্য সবকিছুই সুন্দর করতে হবে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)