রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০১২ সালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার  নলতায় জন্ম হয়েছিল ‘হেরার কাফেলা’ নামের সংগঠনটির। জন্মের পর থেকে অরাজনৈতিক ও সামাজিক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছিল সংগঠনটি। অবশেষে সেই সংগঠনটি বিলুপ্ত ঘোষনা করলেন এর উদ্যাক্তারা।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জের নলতা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পাইকারা গ্রামের জামিরুল ইসলাম, মো.মনিরুল ্ইসলাম, মো. মোনাজাত হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহব্বত আলি। এই সংগঠনের সাথে জড়িত আরও আছেন মো. আশরাফ হোসেন, শাহাদাৎ হোসেন, আনছার আলী, আছের আলাী, শফিউল্লাহ, হাসান, ওহিদ, জহুর মোল্লা হারুন, নজরুল ইসলাম, রুহুল আমিন আবু ইছা ও বাকী বিল্লাহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয় সমাজের উন্নয়ন কাজে অংশ গ্রহনের জন্য এই অরাজনৈতিক সংগঠন হেরার কাফেলা মুক্তিযুদ্ধের স্বপক্ষে দায়িত্ব পালন করে আসছে। অনিবার্য কারণে সংগঠনটির বিলুপ্তি ঘটানো হলেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে থেকে কাজ তরে যেতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তারা। এ বিষয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির সহায়তা কামনা করেন তারা।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)