রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হত্যার পর মাদ্রাসার সেফটি ট্যাঙ্কি থেকে এক ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহষ্পতিবার রাত ১২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের মধ্যম এাকসরা দাখিল মাদ্রাসার সেফটি ট্যাঙ্ক থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ছিনতাই গওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (২৪)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন গাজীর ছেলে।

গ্রেফতারকৃতরা হলো আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের বশির সানার ছেলে আব্দুল আজিজ (৪০), একই গ্রামের সালামুদ্দিন (খোকন) কারিকরের ছেলে আল আমিন কারিকর(২৫) ও আব্দুল্লাহ কারিকরের ছেলে রবিউল ইসলাম (৩০)ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের শরিফুল ইসলাম (২৫)।

নিহতের স্ত্রী সাথী খাতুন জানান, তার স্বামী জাহাঙ্গীর আলমকে গত বুধবার রাত ১০টার দিকে একসরা লঞ্চঘাটে নিয়ে যাওয়ার কথা বলে ভাড়ায় চালিত মোটর সাইকেলসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের রবিউল ইসলাম, আল আমিন ও আব্দুল আজিজ। বৃহষ্পতিবার দিনভর বাড়ি না আসায় সন্ধ্যার দিকে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।

পরে চেয়ারম্যান রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে সেন জাহাঙ্গীরকে হত্যার কথা স্বীকার করে। তারই স্বীকারোক্তি অনুযায়ি রবিউল ও আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ি পুলিশ বৃহষ্পতিবার রাত ১২টার দিকে মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সেফটিক ট্যাংকির মধ্য থেকে তার লাশ উদ্ধার করে। গ্রেফতার করা হয় আব্দুল আজিজ ও শরিফুল ইসলামকে।
জিজ্ঞাসাবাদে তারা জানায় যে বুধবার রাত ১০টচার দিকে রাজাপুর গ্রাম হতে রওনা দিয়ে মধ্যম একসরা দাখিল মাদ্রাসার কাছে পৌছালে পিছন দিক থেকে চালক জাহাঙ্গীরের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই মাদ্রাসার সেফটিক ট্যাংকির মধ্যে ফেলে রেখে ঘাতকরা মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেবহাটার কোমরপুর গ্রামের শরিফুলের বাড়ি থেকে পুলিশ ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের ভাই শাহীন আলম বাদি হয়ে শুক্রবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৯)