গাইবান্ধা প্রতিনিধি : গুড়িগুড়ি বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়ীতে অনুভূত হচ্ছে শীতের আমেজ।

শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশে গুমোট আবহওয়া ছিলো। বিকালের দিক থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শুরু হয় টিপটিপ বৃষ্টি। আর এর প্রভাবে পড়ন্ত শীতে পুনরায় ফিরে আসে শীতের আমেজ।

বৈশ্বিক আবহওয়া পরিবর্তনের দারুন প্রভাব পড়েছে সারাদেশে। আবহওয়ার বিচিত্র রুপ বদলে প্রকৃতির স্বাভাবিক রুপ বদলে গেছে বহু আগেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের সময় হয় গরম আর গরমের সময় হয় শীত। প্রকৃতির এই খেলায় মানুষের কষ্ট হলেও ধীরে ধীরে খাপ খেয়ে নিতে চেষ্টা করছে।

চলতি শীত মৌসুমে অনেকটাই মোটামুটি নাতিশীতষ্ণ অবস্থায় কেটেছে উপজেলাবাসীর শীত উদযাপন। শুক্রবারের গুড়িগুড়ি বৃষ্টি মাঘের এই প্রান্ত সময়ে আবারো শীতের আমেজ দিচ্ছে উপজেলাবাসীকে।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৯)