বিনোদন ডেস্ক : রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন ১৯৭৬ সালে সত্য সাহার সুরে 'প্রতিনিধি' ছবিতে প্রথমবার একসঙ্গে প্লেব্যাক করেন। এর বহু বছর পর ২০০৬ সালে আরিফ খানের পরিকল্পনায় ও পরিচালনায় এনটিভির 'অন্তর তর আজ গানের ভুবন' অনুষ্ঠানে একসঙ্গে গান করেন তারা। এরপর আরো বেশকিছু অনুষ্ঠানে তারা একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন।

তবে আরো একবার একই গানে কণ্ঠ দিলেন দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। আরিফ খান পরিচালিত ধারাবাহিক নাটক 'দলছুট প্রজাপতি'র সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তারা। গানের কথা হচ্ছে, 'দলছুট প্রজাপতি উড়ে যায় কোন আকাশে/জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে/ছাড়িয়ে অচেনা শহরমাড়িয়ে জোছনা প্রহর/আবার সে- নীড়ে ফিরে আসে।
বিশিষ্ট সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সুর-সঙ্গীতে এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মে মাসে সাবিনা ইয়াসমিন এ গানে কণ্ঠ দেন। তবে ওই সময় দেশের বাইরে ছিলেন রুনা লায়লা। অতঃপর গত ২০ জুলাই বিকালে গানটিতে কণ্ঠ দেন তিনি। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, 'ফরিদ আহমেদের সুর সবসময়ই আকর্ষণীয় হয়ে থাকে। তাছাড়া গানটির কথাও আমার ভালো লেগেছে। আশা করি, সূচনা সঙ্গীতটি সবাই পছন্দ করবেন।'
সাবিনা ইয়াসমিন বলেন, 'সূচনা সঙ্গীতের কথা ধারাবাহিক নাটকটির নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই লেখা হয়েছে। সুরটাও অসাধারণ হয়েছে। সব মিলিয়ে গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।'
আরিফ খান জানান, খুব শীঘ্রই 'দলছুট প্রজাপতি' একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। ধারাবাহিকটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফারিয়া হোসেন ও আরিফ খান। আর এর চিত্রনাট্য রচনা করেছেন ফারিয়া হোসেন।
উল্লেখ্য, আসন্ন ঈদ উপলক্ষে রুনা লায়লাকে কোনো টিভি অনুষ্ঠানে দেখা যাবে না। তবে সাবিনা ইয়াসমিনকে ইত্যাদিসহ আরো দু'তিনটি চ্যানেলের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে দেখা যাবে বলে জানা গেছে।
(ওএস/এএস/জুলাই ২২, ২০১৪)