স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীনরা ভারতের কারনেই ফিলিস্তিনে যুদ্ধ ও শিশু হত্যা বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, ভারত ইসরাইলী সরকারের কাছ থেকে অস্ত্র আমদানি করে। আর ভারত হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকারের সব চেয়ে ভালো বন্ধ। তাই বাংলাদেশ সরকার ভারতের জন্য চুপ করে বসে আছে, যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেননি।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি আয়োজিত ‘ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে, শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনে যুদ্ধ করতে এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন। আমি আশা করি, শেখ হাসিনা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবেন এবং জাতিসংঘকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন।

তিনি বলেন, বর্হিবিশ্বে যুদ্ধ হলে বাংলাদেশ থেকে ঔষধ ও খাবারসহ বিভিন্ন সহযোগিতা পাঠানো হয়। কিন্তু ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছুই দেয়া হয়নি। তিনি অবিলম্বে ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন সহযোগিতা পাঠানোর জন্য সরকারের প্রতি আব্বান জানান।

বিএনপি ফিলিস্তিনে শিশুহত্যার জন্য ইসরাইলকে মদত দিচ্ছে- সরকারের এক মন্ত্রীর এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এই বক্তব্যে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। বিএনপি নয়, ফিলিস্তিনে শিশু হত্যা করতে ইসরাইলকে ক্ষমতাসীনরাই মদত দিচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় মুসলিম নিধনে ইসরাইলকে অস্ত্র, কামানসহ সকল ধরনের সহযোগিতা করছে। তাই ইসরাইল যেমন গণহত্যার দায়ে অভিযুক্ত তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রও এর জন্য দায়ী।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)