আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় শনিবার সকালে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্ভোধন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১মাস বয়সী ১হাজার ৬শ ৪জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ১৫হাজার ৪শ ২৪জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে উপজেলার ৫টি ইউনিয়নের ১শ ২১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১শ ৫৫জন সুপারভাইজারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক ভিটামিন এক্যাপসুল কাওয়ানোর কাজ করবেন।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম হাসপাতাল কেন্দ্রে ভিটামিন এ-প্লাস ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, ইপিআই কর্মকর্তা মিজানুর রহমান।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)