বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শনিবার সকাল থেকে শিশুদের ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। 

বাগেরহাটের নয়টি উপজেলায় এবার দেড় লাখের অধিক শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ১ হাজার ৯০০টি কেন্দ্রে এ একযোগে ক্যাপসুল খাওয়াতে সরকারি বেসরকারিভাবে কাজ করছে ৩ হাজার ৮০০ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। এজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৯৭৬ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৬০৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাগেরহাট শহরের মা শিশু কল্যাণ কেন্দ্রে মায়েরা তাদের শিশুকে নিয়ে আসছেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। এসময় স্বাস্থ্য কর্মীরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি মায়েদের নানা সচেতনতামূলক স্বাস্থ্যবার্তা পৌছে দিচ্ছেন।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ২য় রাউন্ডে জেলায় ৬-১১ মাস বয়সি শিশুদের নীল রঙের এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)