চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন “আমরা ক'জন মুজিব সেনা”র উদ্দ্যোগে চরপাথরঘাটা ব্রীজঘাট হইতে কাপ্তাই নৌ-ভ্রমনের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৯.০০টায় ভ্রমণে যাত্রার শুরুতে কুরআন তেলাওয়াত করা হয়। এবং ভ্রমন যাত্রা উদ্বোধন করেন ‘আমরা ক'জন মুজিব সেনা’র চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী।

ভ্রমণ যাত্রা অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা এমএ. মোতালেব, মুজিব সেনা দক্ষিণ জেলার আহ্বায়ক মো. ওয়াজ উদ্দিন আজাদ, কর্ণফুলী যুবলীগ নেতা ওমর ফারুক বিজয়, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা খালেদ ইবনে হাবীব ছোটন, সংগঠক নূর মোহাম্মদ ইকবাল, কর্ণফুলী উপজেলা মুজিব সেনার আহ্বায়ক মোহাম্মদ সেলিম ওয়াহিদ, কর্ণফুলী মুজিব সেনার যুগ্ন আহ্বায়ক আলি আকবর সুজন, এম এইচ নয়ন, মাস্টার জাকির হোসেন, শাহজাহান গাজী সোহাগ, এইচ এম মনির, জানে আলম খান, ডা. মিজানুর রহমান, সালা উদ্দিন মুরাদ সহ মুজিব সেনার সকল নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌ বিহারকে আরো প্রানবন্ত করেন দক্ষিণ জেলা মুজিব সেনার যুগ্ন আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, মুজিব সেনার সাবেক নেতা আমজাদ হোসেন আতিফ, জুলধা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ নুরুল হক চৌধুরী, শিকলবাহা ছাত্রলীগের সভাপতি মো. ইউসুফ, সাঃ সম্পাদক আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ডি.জে.সাদ্দাম, মোস্তফা সরোয়ার সিদ্দিকী, মুজিব সেনার সাবেক নেতা মোঃ দেলোয়ার হোসেন জনি, বাঁশখালি মুজিব সেনার সভাপতি মোঃ সাইফুল ইসলাম , সাঃ সম্পাদক মোহাম্মদ শাহজাহান হাবিব সহ আওয়ামী পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সংগঠনের উদ্যোগে ১২০ জন ভ্রমন প্রত্যাশীদের নিয়ে কাপ্তাইর উদ্দেশ্যে স্টিমারটি নৌ ভ্রমন শুরু হয়। দুপুর ২টায় দুপুরের খাবারের পর ‘সাংস্কৃতিক অনুষ্ঠান, সাবেক নেতৃবৃন্দের সংবর্ধনা ও কুপন ড্র অনুষ্ঠিত হয়।

মুজিব সেনার সাবেক নেতাদের ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। সকলের উপস্থিতিতে ১০ জন কে কুপন ড্র'র মাধ্যমে পুরস্কৃত করা হয়। দলীয় প্রশ্নোত্তরের মাধ্যমে ৫ জন কে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরন করেন উপস্থিত নেতৃবৃন্দ। ফটোসেশন, আনন্দ আয়োজন, প্রাকৃতিক দৃশ্যের অবলোকনের মাধ্যমে সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় উক্ত অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০টায় সফল ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।

এতে সুন্দর সময় দেওয়ার জন্য “আমরা ক'জন মুজিব সেনা”র সভাপতি সম্পাদক সকলের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন।

(জেজে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)