নওগাঁ প্রতিনিধি : ফসলের লাভজনক দাম, কৃষি উপকরনের ন্যায্য মূল্য নিশ্চিতকরন এবং ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয়কেন্দ্র চালু করার দাবিতে শনিবার বেলা ১১টায় নওগাঁ শহরের ব্রিজের মোড়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও উৎপাদিত সব্জি রাস্তায় ঢেলে সড়ক অবরোধ করেছে জেলা কৃষক সমিতি। 

প্রায় অর্ধঘন্টা ব্যাপী সড়ক অবরোধকালে তারা তাদের উৎপাদিত বাঁধাকপি, ফুলকপি ও বেগুনসহ বিভিন্ন সব্জি প্রধান সড়কে ঢেলে দেয়। এর আগে তারা ঘন্টাকালব্যাপী সেখানে মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আদিবাসী নারীনেত্রী রেবেকা সরেন, জেলা বাসদের সমন্বয়কারী জয়নুল আবেদীন মুকুল প্রমুখ।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)