গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারে আদিবাসী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরের সাথে জড়িতদের বিচারের দাবিতে আদিবাসী বাঙ্গালীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১টায় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার জয়পুর-মাদারপুর সাঁওতাল পল্লী থেকে শত শত আদিবাসী বাঙ্গালি নারী পুরুষ ব্যানার, ফেটুন নিয়ে ইক্ষু খামারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করন। শেষে দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের কাটা মোড় স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড তাজুল ইসলাম, সাহেবগঞ্জ- বাগদাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাসকে, সাধারন সম্পাদক জাফিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, সুবল হেমরম ও মিলন প্রমুখ।

সমাবেশে বক্তাগন বলেন, ৬ নভেম্বর/২০১৬ ইং তারিখে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আদিবাসী সাঁওতালদের নির্মিত বসতবাড়ীতে পুলিশ, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা উচ্ছেদের নামে আদিবাসীদের উপর হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিতে ৩ সাঁওতাল নিহতের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রফতার করে বিচার ও ক্ষতিপূরন প্রদান সহ ৭ দফা দাবী বাস্তবায়ন করার দাবী জানায়।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)