নওগাঁ প্রতিনিধি : শনিবার বিকাল সাড়ে ৩টায় নওগাঁয় মাসব্যাপী মহিলাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।  

তথ্য প্রযুক্তি নির্ভর বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নওগাঁ ইনিশিয়েটিভ ফর ইয়ুথ সোসাইটি, হেরিটেজ এন্ড নেচার (নিশান) নামক একটি সংগঠন এই প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করে। নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার অব্দুল্লাহ আল মামুন। আইসিটি ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, প্রকল্পের পরিচালক মহিদুর রহমান এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস এবং মোবাশ্বিরা তাবাসসুম বক্তব্য রাখেন।

মাসব্যাপী এই প্রশিক্ষন কমসূচীতে প্রায় ৩শ. জন মহিলা অংশগ্রহন করছেন। প্রশিক্ষনার্থীরা সকলেই নওগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)