বাগেরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনে প্রাকৃতিক দূর্যোগে জেলা- বনজীবীদের জীবন রক্ষায় সরকার আশ্রয় কেন্দ্র নির্মান করবে। এজন্য মন্ত্রণালয়ের বিশেজ্ঞ টিম দ্রুত সুন্দরবন পরিদর্শন করবে। এনজিওদের সহযোগিতায় নিয়ে দুবলার শুটকি পল্লীর জেলেদের জন্য ভাসমান হাসপাতাল করে দেয়া হবে। জলবায়ু ফান্ডের প্রকল্প গ্রহণে সুন্দরবন অঞ্চলকে অগ্রাধিকার দেয়া হবে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জেলে বনজীবীসহ সবাইকে আন্তরিক হতে হবে।

বিকেলে সুন্দরবনের দুবলার আলোরকোল সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃুষ্টির লক্ষ্যে দুবলা ফিশারম্যান গ্রুপ, পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত জেলে মহাসমাবেশে উপমন্ত্র আরও বলেন, ইতিমধ্যেই সরকার আইন-শৃংখলা বাহিনীর মাধ্যমে সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করেছে।

পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ সভাপতিত্বে এই জেলে মহাসমাবশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, উপজেলা নির্বাহি অফিসার মো. রবিউল ইসলাম, ওয়ার্ল্ড লাইফের ডিএফও মদিনুল আহসান, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মাহমুদুল হাসান, পশ্চিম সুন্দরবন বিভাগের ডিএফও মো. বশিরুল আল মামুন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মো. ইব্রাহিম হোসেন, ফ্রেন্ডশীপ হাসপাতালের স্বাস্থ্য বিভাগের টিম লিডার ডা. মো. রেজাউল করিম, সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারন সম্পাদক কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)