রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : শনিবার এসএসসি পরীক্ষা শুরুর ২০ মিনিট আগেই কেন্দ্রের বাইরে ফটোষ্ট্যাটের দোকানে গণিত প্রশ্নপত্র ফাস হয়ে যায়। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল মামুন সাগরদিঘির রাকিব লাইব্রেরী থেকে প্রশ্নপত্রসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলেন-সাগরদিঘী গ্রামের সঞ্জিত সাহার ছেলে কোচিং মাষ্টার শ্যামল বাবু (৪৫) ও সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ঝাড়–দার আব্দুর রহমান (৫৫)।

আটককৃতদের মধ্যে সাগরদিঘী উচ্চবিদ্যালয়ের ঝাড়–দার আব্দুর রহমান বলেন, পরীক্ষা শুরুর ১৫/২০ মিনিট আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর আমার হাতে প্রশ্নপত্র দিয়ে কেন্দ্রের বাহিরে রাকিব লাইব্রেরীতে নিয়ে যেতে বলেন। আমি তার কথামতো দোকানে দাঁড়িয়ে থাকা কোচিং মাষ্টার শ্যামল বাবুর কাছে প্রশ্নপত্রটি দেই। এখানে আমার কি করার আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ জানান, অভিযুক্তদের এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)